Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন প্রজন্মই পারবে পৃথিবীকে বদলে দিতে -সংস্কৃতি মন্ত্রী

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, নতুন প্রজন্মই পারবে পৃথিবীকে বদলে দিতে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পড়াশুনার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি নাচ, গান, খেলাধুলারও প্রয়োজন রয়েছে। কারণ সংস্কৃতি চর্চা মানুষের মেধা বিকাশে সহায়তা করে। তিনি বলেন, মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চাও প্রয়োজন বলে জানিয়েছেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মই পারবে পৃথিবীকে বদলে দিতে। মানবিক মূল্যবোধ না থাকায় গুলশানে ঠা-া মাথায় এতোগুলো মানুষকে খুন করেছে। তবে গুলশানের ঘটনা নতুন প্রজন্মরা ঘৃন্যভারে বর্জন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ