Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদপুরে মসজিদ মার্কেটের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের একটি মসজিদ মার্কেটের অর্থ আত্মসাতের অভিযোগে মসজিদ কমিটির সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। আল্লাহ করিম জামে মসজিদের বিগত কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মসজিদের দোকান বরাদ্দ ও ভাড়ার ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, মসজিদের ওয়াকফ এস্টেটের পক্ষে কাঁটাসুরের জহির হোসেন গত ১৫ নভেম্বর এ মামলা দায়ের করেন। জহিরের অভিযোগ, ২০০৫-২০১৬ মেয়াদে মসজিদ কমিটিতে থাকার সময় আব্দুল কাদের ওই টাকা আত্মসাত করেছেন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কাছে ওয়াকফ এস্টেটের ওই মসজিদের নিচতলায় ১০৪টি দোকান রয়েছে। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার কিছু অংশ বাণিজ্যিক কয়েকটি প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া হয়েছে। এসব দোকান ও প্রতিষ্ঠান বরাদ্দ দেয়ার নাম করে আব্দুল কাদের পৌনে ২ কোটি টাকা এবং দোকান থেকে আসা ভাড়াসহ প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। জহিরের অভিযোগ, কাদেরের স্বাক্ষরে দোকান বরাদ্দ ও ভাড়া আদায় হলেও তা মসজিদ তহবিলে জমা পড়েনি। স্বাক্ষরসহ ওই লেনদেনের প্রমাণ পুলিশের কাছে দেয়া হয়েছে। কাদের ওয়াকফ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিয়মবহির্ভূতভাবে প্রতিটি দোকানকে ৯৯ বছরের জন্য লিজ দেন বলেও মোহাম্মদপুর থানায় করা মামলায় বলা হয়েছে। জহির জানান, মেয়াদোত্তীর্ণ ওই মসজিদ কমিটি বাতিল করে ওয়াকফ কর্তৃপক্ষ তাকেসহ কয়েকজনকে দায়িত্ব দিয়েছে। আর ওয়াকফ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি এ মামলা করেছেন। এদিকে মামলার আসামি আব্দুল কাদের গত সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান বলে বাদিপক্ষের আইনজীবী আন্না খানম কলি জানান। তিনি বলেন, আসামি গোপনে আদালতে এসে জামিনের আবেদন করছে জানতে পেরে আমরা আদালতে উপস্থিত হয়ে জামিনের বিরোধিতা করি। আসামিপক্ষের আইনজীবীরা পরে তাদের আবেদন নজিরবিহীনভাবে উঠিয়ে নিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে কাদেরের আইনজীবী আইয়ুবুর রহমান সাংবাদিকদের বলেন, শুনানির পর আমরা আদেশের অপেক্ষায় ছিলাম। আদালত আদেশ না দেয়ায় আমরা নথি ফেরত নিয়েছি। তিনি বলেন, আদালত চাইলে নথি ফেরত দিতে পারে। কাদের আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মোহাম্মদপুর থানার ওসি জামাল বলেন, এরই মধ্যে কয়েকবার কাদেরকে গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ