বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাউলিপাড়া এলাকায় রাজিয়া বেগম (৪০) নামে এক বিধবা নারীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে ঘটে এ হত্যাকা-ের ঘটনা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে রাজিব, হাউলিপাড়া এলাকার পঞ্চুলালের ছেলে প্রান্ত, শান্ত, একই এলাকার নাসির উদ্দিন নাসুর ছেলে বুলবুল, আরমান, ইব্রাহিম। নিহত রাজিয়া বেগম ওই এলাকার মৃত আয়েত উল্লাহর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাওলিপাড়া এলাকার নাছির উদ্দিন নাসুর জমিতে ঘর নির্মাণ করে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন রাজিয়া বেগম। নাছির উদ্দিন নাসু অসুস্থ হওয়ার পর থেকে তাকে প্রায় সময় চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যেতেন রাজিয়া বেগম। রাত পৌনে ১১টার দিকে স্থানীয় একজন চিকিৎসককে দেখিয়ে ফেরার পথে নিজ বাড়ির মুরগির ফার্মের পাশে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত রাজিয়া বেগমকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে জবাই করে হত্যা করে। এ সময় নাছির উদ্দিন নাসু দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে পালিয়ে আসেন। নিহত রাজিয়া বেগমের ছেলে আরিফ ও শরিফ জানান, তারা দুইভাই স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।