Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইনসাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইনসাবের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার সকালে কার্যকরী পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি প্রবীণ শ্রমীক নেতা ইঞ্জিনিয়ার মো: ওসমান গণি। সভায় কেন্দ্রীয় পরিষদের ২২ জন নেতা উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল আলম ফারুক মানবাধিকার প্রশ্নে স্মরণকালের ভয়াবহ হত্যাযজ্ঞ বন্ধের জন্য মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার সকল দেশ তথা জাতিসংঘের প্রতি আহ্বান জানান। এই হত্যা, ধর্ষণ, অগ্নীসংযোগের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য সকল শ্রমিক সংগঠনের প্রতি আহ্বান জানান এবং মিয়ানমার সরকার তথা সে দেশের সেনা সদস্যদের প্রতি নিন্দা জ্ঞাপন করেন।
ঢাকাসহ সারা বাংলাদেশের ইনসাবের সকল কিমিটিকে এর বিরুদ্ধে সোচ্ছার হওয়ার জন্য সভাপতি নির্দেশ প্রদান করেন। উপস্থিত নেতৃবৃন্দ এর প্রতি সমর্থন জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, সিদ্দিকুর রহমান, হেমায়েত হোসেন লাভলু, গাজী  মাজাহারুল আনোয়ার, মো: আনোয়ার হোসেন, আবু আলম মোল্লা, মো: জামাল, কামল, আলমগীর, রফিক, আ: মান্নান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ