Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় নিহত ৪

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সড়ক দুর্ঘটনায় চার স্থানে নিহত হয়েছে ৭ জন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, গতকাল বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাসচাপায় ৪ ব্যাটারী চালিত অটো রিকশার যাত্রী নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আর এক নারী মাধবপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো ব ১৪Ñ৭৩১২) উপজেলার শশই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ বছরের একটি শিশু ও ২ জন  পুরুষ মারা যায়। এ ঘটনায় অটোরিকশার এক নারী আরোহী গুরুতর আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর ফাঁড়ির এসআই গোলাম মোস্তাফা জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মাইজদীতে একযুবক নিহত
নোয়াখালী ব্যুরো জানান, নোয়াখালী জেলা শহর মাইজদীতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল খালেক বাবলু (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে নোয়াখালী শিল্পকলা একাডেমীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক বাবলু সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের আহাম্মদ উল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে আসে বাবলু। সকাল ৮টার দিকে পুনরায় শহর থেকে বাড়ির ফেরার পথে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিল্পকলা একাডেমী প্রধান গেইটের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী বাবলু গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন বাবলুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবলু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লাপাড়ায় কলেজ ছাত্রের মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মঙ্গলবার রাত দশটার দিকে সড়ক দুর্ঘটনায় ইমতিয়াজ আহমেদ রুবেল নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের বিএ প্রথমবর্ষের ছাত্র। জানা যায়, উল্লাপাড়া পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লার রজব আলীর ছেলে ইমতিয়াজ আহমেদ রুবেল মঙ্গলবার রাতে বগুড়া নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়াস্থ সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে মটর সাইকেল চালিয়ে উল্লাপাড়ায় আসার পথে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পল্লীবিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সখিপুরে কৃষি কর্মকর্তা নিহত
সখিপুর উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে লাল মিয়া (৩৫) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছে। লাল মিয়া উপজেলার বাঘের বাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কৃষি ব্লক সুপারভাইজার লাল মিয়া মঙ্গলবার অফিস করে বিকালে টাঙ্গাইল যাওয়ার সময় বাসাইল মোড়ে হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, কর্তব্যরত চিকিৎসক তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এনাম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল বুধবার সকাল ৯টায় কৃষি অফিসার লাল মিয়ার মৃত্যু হয়।































 










 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ