Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাঁত বোর্ডের কাহালু লিয়াজোঁ অফিসে বসেন না কেউ

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মহসিন রাজু , বগুড়া থেকে : তাঁত শিল্পের বিকাশ, সুরক্ষা ও উন্নয়ন কাজে নিয়োজিত তাঁত বোর্ডের কাহালু লিয়াজোঁ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কার্যত অফিসই করেন না। তবে বগুড়াসহ পাশ্ববর্তী চার জেলার জন্য এই একটি মাত্র অফিসের যিনি এলএমএসএস পদে নিয়োজিত আছেন; তিনি এটা প্রতিদিনই খুলে রাখেন! সম্প্রতি এই অফিসের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সরেজমিন দেখা যায়, বগুড়া সদরের কাহালুতে উপজেলা পরিষদের কাছেই বাউন্ডারি ঘেরা অফিসটির দরজা-জানালা খোলা থাকলেও কোনো কক্ষেই কেউ নেই। অফিস চত্বরে কিছুক্ষণ খোঁজাখুজির পর এগিয়ে এসে নিজের পরিচয় দিলেন এলএমএসএস আব্দুল মজিদ। জিজ্ঞাসাবাদের জবাবে জানালেন, বগুড়া-জয়পুরহাট-নওগাঁ ও গাইবান্ধা জেলাকে নিয়ে গঠিত এই অফিসের যিনি কর্মকর্তা তিনি হলেন লিয়াজোঁ অফিসার জাকারিয়া হোসাইন। এই চার জেলাকে নিয়ে গঠিত বগুড়া লিয়াজোঁ অফিসের পাশাপাশি তিনি রাজশাহী অফিসেরও ইনচার্জ। অফিস চত্বরেই কোয়ার্টার থাকলেও তিনি সেখানে না থেকে সপরিবারে বগুড়ায় থাকেন। জাকারিয়া হোসাইন ছাড়াও এই অফিসে মজিবর রহমান ও শাজাহান আলী নামে দু’জন ফিল্ড সুপারভাইজারও আছেন। জানা গেছে, ফিল্ড ভিজিটের কথা বলে  তারাও নিয়মিত অফিস করেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ