Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গাজীপুর আদালতে ৬ আসামির আত্মসমর্পণ, মালিকের জামিন, ৫ জন কারাগারে

ট্যাম্পাকো দুর্ঘটনা

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিষ্ফোরণ ও অগ্নিকা-ে হতাহতের ঘটনায় টঙ্গী থানায় দায়েরকৃত পৃথক দু’টি মামলায় উচ্চ আদালতের নির্দেশে ছয় আসামি বুধবার গাজীপুর আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনকে অস্থায়ী জামিন দেন এবং অপর পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাঁচ আসামি হলেনÑ কো¤পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, মনির হোসেন (ম্যানেজার এডমিন), আলমগীর হোসেন (ডিএমডি) ও আবু হানিফ (ম্যানেজার)। গাজীপুর আদালতের পরিদর্শন মো: রবিউল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশে আসামিরা দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হকের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনকে ৪ জানুয়ারি ২০১৭ পর্যন্ত অস্থায়ী জামিন দেন। অপর পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষে মামলার শুনানি করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ