বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফ উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে কুড়িয়ে পেয়েছে বিজিবি এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট। বুধবার ভোরে দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।
পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
আবুজার বলেন, ইয়াবার বড় একটি চালানের জন্য জাদিমুরার কয়েকজন লোক জড়ো হয়েছে খবর পেয়ে বিজিবি অভিযান চালায়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিনের একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগের ভেতর এক লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উদ্ধার করা ইয়াবা ধ্বংসের জন্য বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।