Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির ভিসি প্যানেল নির্বাচনে আমির-নূরুল-অজিত বিজয়ী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ৮:৫১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নির্বাচনে জয়ী হয়েছেন সাবেক প্রোভিসি অধ্যাপক আমির হোসেন, বর্তমান ভিসি অধ্যাপক ড. মো. নূরুল আলম ও অধ্যাপক অজিত কুমার মজুমদার।
শুক্রবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত নির্বাচন শেষে এ ফলাফল পাওয়া যায়। ফলাফল ঘোষণা করেন সিনেটের সচিব ও রিটার্নিং অফিসার রেজিস্ট্রার রহিমা কানিজ।

ভোটে সাবেক প্রোভিসি অধ্যাপক আমির হোসেন ৪৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন, বর্তমান ভিসি অধ্যাপক ড. মো. নূরুল আলম ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান এবং গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার ৩২ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

এ ছাড়া প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ২৩ ভোট, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী ২০ ভোট, গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ১৯ ভোট, বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বীলা নাজনীন নীলিমা ১৫ ভোট, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা ৭ ভোট পান।

এর আগে শুক্রবার বেলা ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে সিনেটের বিশেষ সভা শুরু হয়। কিছু আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টায় ভিসি প্যানেল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। পরে সোয়া ৭টার দিকে ফলাফল পাওয়া যায়। নির্বাচনে শিক্ষকদের তিনটি পক্ষ থেকে মোট ৮ জন প্রার্থী ছিলেন। নির্বাচনে মোট ৮২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৭৬ জন সিনেটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ