Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে মসজিদ থেকে ঘরে ফেরার পথে যুবক খুন

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে এশার নামাজ শেষে মসজিদ থেকে ঘরে ফেরার পথে নিজ বাড়ির সামনেই এক যুবক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, উপজেলার ধর্মপুর পেতি বাদশা বাড়ির মৃত ফজল কবিরের বড়পুত্র (বারেক শেঠের নাতি) আনোয়ারুল আজিম (৪৮) গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফিরে এবং রাত সোয়া আটটায় স্থানীয় আয়নাওয়ালা জামে মসজিদে এশার নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে তাবলীগের বয়ান শুনে রাত সোয়া ৯টা দিকে নিজ বাড়ি ফেরার পথে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ারুল আজিম খুন হয়। রাত ১০টায় আজিম ঘরে না ফেরায় মা ফোন করে কোন সাড়া-শব্দ না পেয়ে রাত সাড়ে ১০টা নাগাদ মসজিদের দিকে ছেলের খোঁজে বের হয়। দুশ’ গজ গেলেই বাড়ির রাস্তার মাথায় মায়ের পা উষ্ঠা খায় ছেলের নিথর দেহ। মুহূর্তেই মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে এলাকাবাসী রক্তাক্ত আজিমকে উদ্ধার করে রাউজান গহিরা জেকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে এবং সন্দেহভাজন দু’জনকে আটক করে। নিহত আজিম ৩ সন্তানের বাবা। বিনয়ী, নামাজি, শান্ত-শিষ্ট আনোয়ার আজিম খুনের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, আজাদী বাজারে জনৈক ইলিয়াস গং কর্তৃক তাদের জায়গা ও মার্কেট দখল নিয়ে আদালতের নিষেধাজ্ঞা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ