Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দাউদকান্দিতে পাল্টাপাল্টি মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লার দাউদকান্দি মোল্লাকান্দি লাল মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটি বহাল ও বাতিলের দাবিতে দু’পক্ষ পৃথক পৃথকভাবে দাউদকান্দি উপজেলা প্রাঙ্গনে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিদ্যালয়ের অভিবাবকরা। এই কমিটির অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করলে উভয় পক্ষকে ডেকে জানতে চাইলে উভয় পক্ষের অভিভাবকরা উপজেলা পরিষদ চত্তরে এসে সমবেত হয়ে পৃথকভাবে গত বৃহস্পতিবার উভয় পক্ষ পাল্টাপাল্টি মানববন্ধন করেন।

মানববন্ধনে উভয় পক্ষে অংশগ্রহন করেন নারী-পুরুষসহ শতাধিক অভিবাবক। অংশগ্রহনকারী কমিটি বাতিল চাওয়া পক্ষের দাবি অভিভাবকদের না জানিয়ে গোপনে কমিটি গঠন করেছে। আমরা কমিটি বাতিল করে পুনরায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে স্কুল এন্ড কলেজের শিক্ষারমান ফিরিয়ে আনার লক্ষে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় পক্ষে বিপক্ষে শত শত অভিভাবক উপস্থিত ছিলেন। কমিটি বহাল পক্ষের দাবি, সকল নিয়ম মেনেই স্কুল কমিটি গঠন করা হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য এবং বিদ্যালয়ের সুনাম বিনষ্ট করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ