Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মুক্তির পরই কারা ফটকে আটক স্বর্গের পরিণতি নিয়ে শঙ্কায় পরিবার

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : দীর্ঘ ৩ বছর কারা ভোগের পর হাইকোটের জামিন আদেশের প্রেক্ষিতে কারাগার থেকে মুক্তির পরই আবার গ্রেফতার হল রাফিদ আনাম স্বর্গ ( ২০) নামের এক যুবক । গত ২৮ নভেম্বর স্বর্গকে তার পরিবারের সামনেই গ্রেফতারের পর তাকে প্রথমে থানায় নেয়া হয় । পরে তাকে ডিবি হেফাজতে দেয়া হয়েছে বলে জানানো হলেও ডিবি হেফাজতে নেয়ার পর তার পরিবারকে  গতকাল সন্ধ্যা পর্যন্ত আর কোন তথ্যই দেয়নি বলে অভিযোগ করেছে তার পরিবার ।
ফলে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার সম্ভাব্য পরিণতি নিয়ে চিহ্নিত হয়ে পড়েছে স্বর্গের পরিবার । এক বছর আগেও জামিনে মুক্তির পরই তাকে কারা ফটকেই গ্রেফতার করেছিল পুলিশ । ফলে সার্বিক ভাবে তাকে নিয়ে বিভিন্ন মুখি শঙ্কা বোধ করছে যুবকটির স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ