রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঘোড়াঘাট উপজেলার মোজাম বিনোদন পার্কে নিরাপত্তা প্রহরী সবুজ শিকদার (২৫) কে গলা কেটে হত্যা ঘটনায় বিনোদন পার্কটির মালিক মোজাম্মেল হক (৬৫) তার জামাতা রাজু মিয়া (২৭) এবং পার্কের ম্যানেজার শাহিনুর রহমান শাহিন (৩২) হত্যায় জড়িত থাকার অভিযোগে ঘোড়াঘাট থানা পুলিশ গ্রেফতার করে গত বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে। জানা যায়, রাতে ঘোড়াঘাটের মোজাম বিনোদন পার্ক-এর ভেতরে একটি কক্ষে পার্কে নিরাপত্তা প্রহরী সবুজ সিকদারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে বিষয়টি জানা জানি হবার পর নিহতের বড় বোন সেলিনা বেগম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ঘোড়াঘাট থানা পুলিশ তিনজনকে আসামিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শামসুল ইসলাম জানান, ভিকটিমের বড় বোনের দায়ের করা হত্যা মামলাতে এজারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো করা হয়েছে। অধিকতর তদন্তে তিন আসামি কে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।