রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন হাসপাতালগামী সড়কটি বারো মাস ভাঙা থাকে। বেহাল দশায় যখন-তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা। কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ।
উপজেলা পরিষদ চত্বর থেকে দক্ষিণ দিক দিয়ে হাসপাতাল, কৃষি অফিস, স্টেশনসহ গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য সড়কটি ব্যবহার করা হয়। বর্ষার বৃষ্টিতে সড়কের পশ্চিম পাশে অর্ধেক ধসে পরেছে, পূর্ব পাশে পানি জমা। সরু সড়কটি পায়ে হেটে এবং মোটরসাইকেল ব্যবহার করা গেলেও রিকশা, অটোরিকশাসহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ। স্থানীয় বাসিন্দা শাকিব জানায়, ছয় মাস আগে পৌরসভা হতে বালু ও পলিব্যাগ ফেলে সংস্কার করা হয়েছিলো। দশ দিন যেতে না যেতেই আবার ভেঙে পড়েছে। ফের শত শত মানুষের চলাচলে সমস্যা।
ওমর নামে আরেকজন পথচারি বলেন, এই ভাঙায় অনেক লোক পরে গিয়ে প্যান্ট-শার্ট নষ্ট করাসহ আহত হয়েছে। রাস্তাটি হাসপাতালগামী হওয়ায় রোগীদের জন্য নিরাপদ নয়। এলাকাবাসীর পক্ষে জরুরিভিত্তিতে সড়কটি সংস্কারের দাবি জানান।
এই ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কামরুন্নাহার শেফা জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি, খুব দ্রুত সড়কটি মেরামত করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।