Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনানীতে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানে জাদুঘর হবে

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : উখিয়া উপজেলার ইনানী চেনছড়িস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত স্থান বুধবার দুপুরে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গঠিত কমিটির সদস্যবৃন্দ। কমিটির সদস্যবৃন্দ স্থানটি পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, স্মৃতিবিজড়িত স্থানটির একটি অংশে বসবাসকারী ব্যক্তি ও স্থানীয় লোকজনের সাথে খোলামেলাভাবে কথা বলেন। তারা সকলেই এক বাক্যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে সরকার কোন প্রকল্প গ্রহণ করলে তা সফল বাস্তবায়নে সবত্র সহযোগিতা প্রদানের আশ^াস দেন।
পরিদর্শন দলের নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান। এ সময় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আলী কবির, স্থানীয় সরকার বিভাগের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম সিদ্দিকী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন মিয়া, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়–য়া, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈনুদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ শাহাজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ ও মুহাম্মদ আলী জিন্নাত। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, বনবিভাগের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মো. সরওয়ার আজম ও জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ