Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে জামায়াত নেতা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ৬ জনকে ছিনিয়ে নিলো জনতা

জুয়ার আসরে পুলিশি অভিযানে হামলা

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : ভারতীয় তীর খেলা (জুয়া)’র আসরে পুলিশি অভিযানকালে জামায়াত নেতা শাহীন আহমদ (৪০) সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকায়। গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ লামাকাজী এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ ৮ জোয়ারিকে আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জনকে ছিনিয়ে নেয় উশৃংখল জনতা। আটককৃত দুইজন হলোÑ সদর উপজেলার খালপার গ্রামের গোলাম রেজার পুত্র আব্দুল লতিফ (৩২) ও একই গ্রামের আর্শ্বদ আলীর পুত্র জুনেদ আহমদ (২৫)। এসময় নদীতে ঝাঁপ দিয়ে জামায়াত নেতা শাহীন আহমদ নদীতে ডুবে গেলে আশপাশের লোকজন উত্তেজিত হয়ে পুলিশের উপর হামলে পড়ে। এসময় তারা রাকিব রাবেয়া উচ্চ বিদ্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। অবরুদ্ধ পুলিশকে উদ্ধার করতে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ