Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

অব্যাহত মিছিলের মধ্যেই নরসিংদীর ডিসি, ডিএস থেকে জেএস পদে উন্নীত

জেলা আ’লীগের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে  : নরসিংদী জেলা আওয়ামী লীগের ‘ডিসি খেদাও আন্দোলন’ মুখ থুবড়ে পড়েছে। ব্যর্থ হবার আশঙ্কা দেখা দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ডিসি বিরোধী দীর্ঘদিনের লাগাতার মিছিল মিটিং আর তাল-বেতালী শ্লোগান। দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ একদিকে ডিসি আবু হেনা মোরশেদ জামানকে অপসারণের দাবিতে মিছিল করছে। আর অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় তার পদমর্যাদা বাড়িয়ে দিয়েছে। মাঠ পর্যায়ে আন্দোলন চলাকালেই ডিসি আবু হেনাকে যুগ্ম সচিব পদে প্রমোশন দেয়া হয়েছে। আর এ ঘটনা নিয়ে নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে চলছে বিভিন্নমুখী আলোচনা ও সমালোচনা। ঘটনাটি কয়েকদিন ধরে নরসিংদীতে ‘টক অব দি টাউনে’ পরিণত হয়েছে। বেশি মাতামাতি চলছে আওয়ামী লীগের দুই উপ-দলের মধ্যেই। তারা ফেসবুকে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে বিষোদগার করে বক্তব্য দিচ্ছে। ফেসবুকের ভাষা ও ক্রমান্বয়ে আপত্তিকর পর্যায়ে উপনীত হচ্ছে। আওয়ামী লীগের দুই গ্রুপের এসব ফেসবুক আর লোকালয়ের সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ দেখে বিরোধী রাজনৈতিক মহলেও এর প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ