Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আগস্ট মাস আসলেই বিএনপি জামায়াত হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়- আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক

কালকিনি(মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ৩:৩৮ পিএম

কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন ‘আগস্ট মাস আসলেই বিএনপি জামায়াত হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আগস্ট মাসে জিয়াউর রহমান মোস্তাক গংরা জাতির পিতা ও তার পরিবারের লোকজনদের যে ভাবে নির্মম ও নিষ্ঠুর ভাবে হত্যা করেছে পৃথিবীতে এমন নৃশংসতা হয়েছে কিনা জানিনা। বিএনপি জামায়াত হল খুনির দল।’

আজ(শুক্রবার) সকালে কালকিনির নিজ বাস ভবনে উপস্থিত স্থানীয় দলীয় নেতা কর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। তিনি বিএনপি জামায়াতকে অপশক্তি আখ্যায়িত করে আরো বলেন ‘ এই অপশক্তিরা আন্দোলন সংগ্রামের নামে নানা ভাবে অপপ্রচার মিথ্যাচার করে দেশের মানুষদের বিভ্রান্ত করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এখন যেহেতু বিএনপি জামায়াতের অপপ্রচার ও মিথ্যাচারে সায় দেয়না এবং তাদের সমর্থন করেনা বিধায় তারা আন্দোলনের ডাক দিলে জনগন জনস্বার্থেই তাদের প্রত্যাখ্যান করছে।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, ডাসার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফরিদ সরদার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান, পৌর ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল সহ স্থানীয় নেতৃবৃন্দ।



 

Show all comments
  • ইকবাল হোসেন ১২ আগস্ট, ২০২২, ৪:০৮ পিএম says : 0
    ফেসবুকে শেয়ার অপশন আসছে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ