Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সৈকতে ভাঙন ঠেকাতে নেয়া হচ্ছে মহাপরিকল্পনা

ব্যয় হবে ৩ হাজার ১৪০কোটি টাকা- সচিব কবির বিন আনোয়ার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ২:১৩ পিএম

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকত ভাঙনে আজ ক্ষতবিক্ষত। সৈকতে ভাঙন ঠেকাতে মহাপরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, নাজিরার টেক থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত ৫কি:মি এলাকায় ৩হাজার ১৪০কোটি টাকা ব্যয়ে শক্তিশালী প্রতিরক্ষা বেড়ীবাধ নির্মিত হবে।
এই বেড়ীবাঁধে থাকবে আন্তর্জাতিক মানের বিভিন্ন সুযোগ সূবিধা।
আগামী শুষ্ক মৌসুমে এই কাজগুলো শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার আজ শুক্রবার সকালে লাবণী পয়েন্ট পরিদর্শনকালে সংবাদ কর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড.তানজির সাইফ আহমদ জানান,
বর্তমানে অস্থায়ী ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউবের যে কাজ চলমান রয়েছে তা দিয়ে ভাঙন প্রতিরোধ সম্ভব নয়। তাই সৈকতের ভাঙন ঠেকাতে মহাপরিকল্পনা নেয়া হয়েছে। এর কাজ শীঘ্রই শুরু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ