Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালথায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ প্রাণনাশের হুমকি

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার সালথা উপজেলার সালথা বাজার সংলগ্নে গোপনে ৫ শতাংশ জমি ক্রয় করে আইয়ুব আলী নামের এক ব্যক্তির নিকট থেকে সেনা বাহিনীতে কর্মরত মিরাজুল ইসলাম। ওই জমি ক্রয়ের পরে জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করে মিরাজুল ইসলাম। এতে বাঁধা প্রদান করে আইয়ুব আলীর ভাই কুমকুম। তিনি বাঁধা দিয়ে মিরাজকে জানান, এই জমি আমার, এখানে আইয়ুব আলীর কোনো জমি নেই। আইয়ুব আলীর জমি অন্য দাগে। এতে উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে জোরপূর্বক জমি দখল করতে না পারায় মিরাজুল ইসলাম ও তার পরিবারের আত্মীয়-স্বজনরা কুমকুম ও তার নিকট আত্মীয় বিপ্লবকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বিপ্লব ও কুমকুম। এ বিষয়ে বিপ্লব জানান, আমি ক্রয় বিক্রয়ের বিষয়ে কিছুই জানি না। আমি ঢাকায় বসবাস করি। কিন্তু মিরাজুল ইসলাম গংরা আমাকে ভয়ভীতি মিথ্যাচার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ঘটনার বিষয়ে আমি অবগত আছি। হঠাৎ মিরাজুল ইসলাম জমির দখল নেওয়ার চেষ্টা চালায় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে আনি। আমি যতটুকু জানি এ বিষয়ে বিপ্লব কিছুই জানে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ