বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহীর পবা উপজেলায় চোর সন্দেহে হাসান (২৬) নামে রিকশা চালক এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
নিহত হাসান উপজেলা চকিপাড়া গ্রামের তবজুলের ছেলে।গতকাল সোমবার দিবাগত রাতে পবার দর্শনপাড়া এলাকায় চুরির অভিযোগে তাকে গণপিটুনি দেন স্থানীয়রা।
পরে অচেতন অবস্থায় তাকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নেয়া হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে।
দর্শনপাড়া এলাকার একটি দোকানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে তাকে ধরে সেখানকার বাকশৈল ক্লাবে আটকে রেখে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
এদিকে, নিহত হাসানের বাবা সাংবাদিকদের জানান, সাধারণত সারারাত রিকশা চালিয়ে সকালে বাড়ি ফিরতেন হাসান। কিন্তু আজ মঙ্গলবার তিনি বাড়ি ফেরেননি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন দর্শনপাড়ার একটি দোকানে চুরির অভিযোগে স্থানীয়রা তাকে ধরে পিটিয়ে হত্যা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।