বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া থেকে আসা ঈগল পরিবহনের বাসে টাঙ্গাইলে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় তিন দিনের রিমান্ডে থাকা ৪ আসামির মধ্যে মূল পরিকল্পনাকারী মো. রতন হোসেন ও মো. আব্দুল মান্নান আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার মধুপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম আসামিদের এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি লিপিবদ্ধ শেষে বিচারক আসামিদের জেলা হাজতে প্রেরণ করেন। এছাড়াও রিমান্ডে থাকা অপর দুই আসামি দীপু ও জীবনকে আদালতে তোলা হলে তাদেরও জেলা হাজতে প্রেরণ করা হয়।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহম্মদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা গতকাল রিমান্ডে থাকা ৪ আসামির মধ্যে মূল পরিকল্পনাকারী রতন ও মান্নানকে মধুপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম এর আদালতে প্রেরন করেন। দুই আসামি বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় জড়িত থাকা মর্মে স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালতের বিচারক জবানবন্দি লিপিবদ্ধ শেষে আসামিদের জেল হাজতে প্রেরণ করেন। এছাড়াও এ মামলায় রিমান্ডে থাকা অপর দুই আসামিকেও জেলা হাজতে প্রেরণ করা হয়।
এ নিয়ে মোট ১১ জন আসামি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।