Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া ভেড়ামারার পদ্মা নদীতে যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ৮:২১ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগর মনি পার্কের উত্তর পাশে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মুখ ও পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মিনারুল ইসলাম (৩৫) পিতার নাম আইয়ুব আলী, গ্রাম নীলগঞ্জ তাঁতী পাড়া, উপজেলা ও জেলা যশোর।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা পাট জাগ দিতে গেলে ভেড়ামারার গোলাপনগর মনি পার্কের উত্তর পাশে পদ্মা নদী থেকে মুখ ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত হিসেবে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন পাকশী লক্ষীকুন্ডা থেকে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে তাদের হেফাজতেই নেয়। ফিঙ্গার প্রিন্ট এর সাথে জাতীয় পত্র পরীক্ষা ও ম্যাচিং করে পরিচয় সনাক্ত হয়েছে। অজ্ঞাত মৃত ব্যক্তিটির নাম মিনারুল ইসলাম, পিতার নাম আইয়ুব আলী, গ্রাম নীলগঞ্জ তাঁতী পাড়া উপজেলা ও জেলা যশোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ