Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অস্বাভাবিক মূল্যবৃদ্ধির’ প্রতিবাদে কাল সিলেট বিএনপির কর্মসূচী, সফলের আহবান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ৭:৫৫ পিএম

আগামীকাল শুক্রবার মাঠে নামছে সিলেট বিএনপি। একই ইস্যুতে জেলা ও মহানগর বিএনপি পৃথক কর্মসূচি নিয়ে থাকবে মাঠে। জ্বালানি তেলের ‘অস্বাভাবিক মূল্যবৃদ্ধির’ প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করেছে রাজপথের প্রধান বিরোধী দলটি। বিএনপি নেতারা জানান, আগামীকাল শুক্রবার জুম’আর নামাজের পর নগরীর কোর্ট পয়েন্ট শুরু হবে জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচি।

অন্যদিকে, মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ করবে বিকাল ৪টায়, নগরীর রেজিস্টারি মাঠ থেকে তা শুরু হবে। পৃথক এই কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং পৃথক বিবৃতিতে মহানগর বিএনপি এবং মহানগর বিএনপির আহ্বয়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ