বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌমুহনীতে মন্দিরে হামলা ভাংচুর ও আইসিটিসহ আরও চারটি মামলা স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বরকত উল্যা বুলু । বৃহস্পতিবার নোয়াখালী জেলা জজ আদালতে এসে জামিন চাইলে জজ কোর্টের জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করছেন।
এর আগে তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহ থেকে জামিন নিয়েছিলেন এবং মেয়াদ শেষে ৯ আগষ্ট তিনি নোয়াখালী জজ আদালতে এসে হাজির হয়েছিলেন। আদালত তার জামিনের আবেদন শুনানী শেষে পাঁচ হাজার টাকার বন্ড শর্তে স্থায়ী জামিন মঞ্জুর করেন।
এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুর রহিম, সালাউদ্দিন কামরান, এবিইউ কামরুল ইসলাম সহ আরও অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।