Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ৭:০৬ পিএম

রাজশাহীর বাঘায় বিদেশি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি পিস্তলের ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব-৫ এর এক দল রাজশাহীর বাঘা উপজেলার দেবত্তর বিনোদপুর গ্রাম থেকে এসব জব্দ করে।

বৃহস্পতিবার র‌্যাব-৫ জানায়, গ্রেপ্তার আমজাদ আলী (৩১) রাজশাহীর পুঠিয়া উপজেলার রঘুরামপুর শিবপুর এলাকার মৃত মকবুলের ছেলে। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে বাঘার দেবত্তর বিনোদপুর গ্রামে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছেন। খবর পাওয়া মাত্র র‌্যাবের ওই দল বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমজাদ আলীকে গ্রেপ্তারকরা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ