Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে নাতনিকে ধর্ষণ করলেন দাদা : অবশেষ গ্রেফতার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ৭:০২ পিএম

সিলেটে খাবারের লোভ দেখিয়ে ৬ বছর বয়সী এক নাতনিকে ধর্ষণের অভিযোগে ভুলু মিয়া (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। নির্যাতনের শিকার শিশুর দাদা ও উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত জোবেদ আলীর পূত্র। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে থেকে গ্রেফতার করা হয় তাকে। এ অভিযানে নেতৃত্বে দেন গোলাপগঞ্জ থানার এসআই আশীষ চন্দ্র তালুকদার।

পুলিশ জানায়, গত ১৪ মে খাবারের লোভ দেখিয়ে লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে তার নিজ দোকানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন ভুলু মিয়া। এ ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেন স্থানীয় মাতব্বরা। পরে বিষয়টি জেনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর নজরে আসলে সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি রকিব আল মাহমুদ বাদী হয়ে ধর্ষণের শিকার শিশুর মাসহ ৬ জনকে আসামি করে গোলাপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগটি আমলে নিয়ে থানায় রেকর্ডভুক্ত করে পুলিশ। তবে অন্যরা আসামিরা আদালত থেকে জামিন নিলেও অভিযুক্ত দাদা পলাতক ছিলেন। অবশেষে অভিযান চালিয়ে আজ সকালে উপজেলার বারকোট গ্রামে অবস্থিত ধর্ষক দাদার বোনের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিয়ে একটি পক্ষ কাজ করছিল। কিন্তু মামলার বাদী বিষয়টি জেনে অভিযোগ করলে আমরা তা আমলে নিয়ে মামলা রেকর্ডভূক্ত করি এবং প্রধান আসামী ভুলুকে গ্রেফতার করি।



 

Show all comments
  • mobarok hossain ১১ আগস্ট, ২০২২, ৭:৩৩ পিএম says : 0
    মানুষ নয়। কুততা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ