Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ে সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ৬:১৫ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেওটখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালকের নিহত হয়েছে। এক্সপ্রেসের শ্রীনগর উপজেলার কেওটখালি এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক শামীম (২৭) পদ্মা সেতু উত্তর থানার জশলদিয়া পূর্নবাসনকেন্দ্রের সিরাজ হাওলাদারের ছেলে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল সড়ে ৫টার দিকে লাস ও মটর সাইকেল পরে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ মোটরসাইকেল উদ্ধার করে নিয়ে যায়। তারা লাস ও মোটরসাইকেল দেখে ধারণা করছে খুব ভোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসেরওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে এই দুর্ঘটনা ঘটেছে ।

হাসারা হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে লাশ ও মোটরসাইকেল টি উদ্ধার করা হয়েছে। এক্সপ্রেসো এর মাহফিল রাস্তার কেওয়াটখালী এলাকায় ইয়ামাহা কোম্পানির ফেজার ঢাকা মেট্রো ল ৫০-৭৩৩১ মোটর সাইকেলটি নিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ