Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের কোম্পানীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ নিহত ১ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ২:৪৮ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা নোয়াগাঁও গ্রামে জমি নিয়ে মারামারিতে মোশাহিদ আলী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ইসলামপুর পূর্ব ইউনিয়নের শিমুলতলা নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন ।

স্থানীয় সুত্রে জানা যায়, মোশাহিদ আলী ও প্রতিপক্ষ ফারুক মিয়ার মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে চলছিল বিরোধ। গত বুধবার (১০ আগষ্ট) সকাল ৮ টায় মোশাহিদ আলীর গোষ্ঠী ও ফারুক মিয়ার গোষ্ঠীর মধ্যে এই জমি নিয়ে মারামারি হয়। এতে মোশাহিদ আলীসহ তার ভাতিজা ফারুক মিয়া, মওদুদ, হাসান, আব্দুল হান্নান আহত হয়। অপর পক্ষের আহত হয়েছে হামিদ মিয়া। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মোশাহিদ আলী মারা যান। আহত ফারুক মিয়ার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা এখনো কোন অভিযোগ পাইনি। তবে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ