বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্র ফয়সাল ফাহিম শিশির নামে এক কিশোরকে হত্যা করেছে দুবৃত্তরা। খবর পেয়ে নিহতের লাশ সাজাপুর এলাকার কচুক্ষেত থেকে গত মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পুলিশ। ফয়সাল উপজেলার সাজাপুর গ্রামের শাহাদত হোসেন সাজুর ছেলে।
স্বজনা জানান, গত সোমবার রাতে শিশির বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। খেলাধূলা নিয়ে কিছু ছেলের সঙ্গে তার দন্দ্ব ছিল। তারাই হয়তো শিশিরকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
শাজাহানপুর থানা পুলিশের (তদন্ত) পরিদর্শক আব্দুর রউফ জানান, নিহত শিশির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের শরীরের তিনটি স্থানে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। শিশির হত্যাকাণ্ডের রহস্য ও জড়িতদের গ্রেফতার পুলিশ কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।