Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদলে গেছে সিরাজগঞ্জ পাসপোর্ট অফিসের দৃশ্যপট

দৈনিক ইনকিলাবে সংবাদে প্রকাশের পর

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

‘সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস দুর্নীতির আখড়ায় পরিণত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর বদলে যায় দৃশ্যপট। গত ৯ আগস্ট দৈনিক ইনকিলাবে এটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ দ্রুত সময়ের মধ্যে ৪ দালালকে গ্রেফতার করেছে। দালালের মূল হোতা নাপিত-সাংবাদিকসহ অন্যরা পাসপোর্ট অফিসে থেকে উধাও হয়ে গেছে। সংবাদ প্রকাশের পূর্বে পাসপোর্ট অফিসের যে চিত্র মানুষ দেখেছে এখন ঠিক তার উল্টোটা দেখতে পাচ্ছে। পাসপোর্ট অফিসের ভেতরে ফরম পূরণের গ্রাহক ছাড়া অর্থাৎ ফাইল ছাড়া কেউ ঢুকতে পারছেন না। তীক্ষè দৃষ্টি রাখা হয়েছে। আনসার সাজা পেয়ে দায়িত্ব পালনে মনযোগি হয়েছে। কর্মচারী-কর্মকর্তা এখন নড়েচড়ে বসেছেন। সবাই দায়িত্বশীল হয়ে পড়েছেন। এতে স্বস্তিবোধ করছে গ্রাহকরা । কেউ তাদের ফাইল কেড়ে নিচ্ছে না। আনসার কারো ফাইল করে দিতে আগ্রহ দেখাচ্ছে না, অনলাইন দোকানগুলো আর বাড়তি টাকা নিচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ