বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরীয়তপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ কারণে প্লাবিত হতে শুরু করেছে জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টায় পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবিব।
তিনি বলেন, আজ দুপুর থেকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুরেশ্বর এলাকার বাসিন্দা আনিস বলেন, নদীর পানি বাড়ছেই। সঙ্গে অনেক জোরে বাতাস বইছে। এমন বাতাস থাকলে পানিবন্দি হয়ে যাব। এখন বিভিন্ন জায়গা থেকে পানি আসতে শুরু করেছে। কমার কোনো সম্ভবনা দেখছি না।
জেলার মাইজারা এলাকার বাসিন্দা আখতার হোসেন বলেন, নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে আমাদের উঠানসহ বিভিন্ন জায়গায় পানি ঢুকতে শুরু করেছে। যে পরিমাণ বাতাস হচ্ছে এতে করে হয়তো আরও পানি বৃদ্ধি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।