Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ জেলায় সড়কে নিহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

দেশের নয় জেলায় সড়কে নিহত হয়েছেন ১০ জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। গত মঙ্গল ও বুধবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা সংঘঠিত হয়। এর মধ্যে যশোরে দুই, চট্টগ্রামের হাটহাজারী ও মীরসরাইতে দুই, মাদারীপুর, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় ৬ জন নিহত হন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :

যশোর ব্যুরো জানায়, জেলার ঢাকা রোড ব্রিজের পাশে ইজিবাইকের ধাক্কা দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত. ঘোষণা করেন। গতকাল বিকেল ৪টায় ঘটনাটি সংঘঠিত হয়। নিহত ইসমাইল হোসেন যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে ও আল আমিন শহরের সিটি কলেজপাড়া বউ বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা বন্ধু ছিলেন।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, জেলার শিবচরের পদ্মা সেতুর এ্যাপোচ সড়কের খুলনাগামী লেন থেকে মালঞ্চ বেগম নামের এক নারীর লাশ করেছে হাইওয়ে পুলিশ। গত মঙ্গলবার ভোরে এ্যাপোচসড়কের মাদবরচর ইউনিয়নের মোল্লারবাজার এলাকায় সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। ভোরের দিকে রাস্তা পার হতে গেলে কোন গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয় জানায় পুলিশ। শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ বাকী জানান, সকালে সড়কের উপর থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। তার পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন। রাস্তা পার হতে গিয়েই এ ঘটনাটি সংঘঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান, জেলার সদর উপজেলার সালান্দর এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে গাড়ির ধাক্কায় সেলিম ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে রেডিও সেন্টারের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি সদর উপজেলার সালান্দর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

ফেনী জেলা সংবাদদাতা জানান, জেলায় পিকআপ গাড়ির ধাক্কায় শাহজাহান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাহাম্মদ আলী বাজারে এই ঘটনা ঘটে। আবদুল্লাহ শাহজাহান শর্শদি ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। শাহজাহান শর্শদি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, ট্রাকের ধাক্কায় ভ্যানে বসে থাকা এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকেলে সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলা স্থানে ঘটনাটি ঘটে। নিহতের নাম সাঈদ হোসেন। তিনি সদর উপজেলার গাঙনী গ্রামের আসগার হোসেনের ছেলে। বিগত ৬ মাস আগে সাঈদ বিয়ে করেন পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তিনি ভোমরা স্থলবন্দরের বিভিন্ন গুদামে শ্রমিকের কাজ করতেন। আবার কখনো ভ্যান চালাতেন।

ব্রাহ্মনপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লা-কসবা সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলাধীন বাগড়া একালায় মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফজলু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-কসবা রোডের বাগড়া এলাকায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ ফজলু মিয়া নয়নপুর ব্র্যাক অফিসে কর্মরর্ত ছিলেন। তার দেশের বাড়ি সিলেট জুরি মৌলভীবাজার। তার পিতা মাতার নাম জানা যায়নি।

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, জেলার হাটহাজারীতে তেলবাহী ট্রেনে কাটা পড়ে মো. শাহাদাৎ নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়। গত মঙ্গলবার বেলা ২টায় হাটহাজারী নাজিরহাট রেল লাইনের আলীপুর এলাকায় এ ঘটনাটি সংঘঠিত হয়। নিহত শাহাদাৎ পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড আলীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের পুত্র। সে ওই এলাকার নূরানী তা’লিমুল কোরআন মাদরাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী।

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় গ্রিনলাইন পরিবহনের চালক আলী হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় বাসের তিন যাত্রী। গত মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় উপজেলার মীরসরাই পেট্রল পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনাটি সংঘঠিত হয়। নিহত আলী হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহালাবাড়ি এলাকায় তোহরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার নয়ালাভাঙা এলাকার নওশাদের ছেলে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে রাণীহাটি বাজার থেকে অটোরিকসা যোগে শিবগঞ্জ যাচ্ছিলেন। একই দিক থেকে এক ব্যক্তি বাঁশ ঘাড়ে নিয়ে বহালাবাড়ি যাওয়ার পথে তাকে অটোরিকসা ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ