Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফান্দাউক দরবার শরীফে পবিত্র মুহাররম পালিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে পবিত্র মহররম ও ইমাম হুসাইন (রা.)’র শাহাদাৎ দিবস উপলক্ষ্যে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ দিন ব্যাপী এ আয়োজনের গত মঙ্গলবার সমাপনী দিবসে সভাপতি হিসেবে নসিহত ও তালীম তারবিয়াত প্রদান করেন, ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল-হোসাইনী। সার্বিক পরিচালনায় ছিলেন, আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল-হোসাইনী এবং আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী।
পহেলা মহররম বাদ আসর থেকে প্রতিদিন পবিত্র কোরআন খতম, মহররমনামা পাঠ, নাতে মোস্তফা (সা.) ও ইমাম হোসাইন (রা.) এবং আহলে বায়াতের জীবনী আলোচনা করা হয়েছে। মাহফিলে পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর সঞ্চালনায় দেশবরেণ্য উলামায়ে কেরামগণ মূল্যবান নসিহত পেশ করেন।
গতকাল বুধবার বাদ ফজর বিশেষ মোনাজাতে ইমাম হোসাইন (রা.) এবং আহলে বায়াতকে স্বরণ করে তাদের এই আত্নত্যাগের বিনিময়ে সারাবিশ্বের মুসলমানদের সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ