Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে চিকিৎসকের আত্মহত্যা

নবাবগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ৮:৫১ পিএম

আজ (মঙ্গলবার) দিনাজপুরের নবাবগঞ্জে বে-সরকারী একটি হাসপাতালে চাকুরীরত রোকেয়া বেগম ডেইজি (২৭) নামে এক চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার দলারদরগাহ কে এইচ মেমোরিয়াল হাসপাতালে উত্তরকৃঞ্চপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে রোকেয়া বেগম ডেইজি ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফ হোসেন চিকিৎসক দম্পতি উপরোক্ত হাসপাতালে চাকুরী সহ বাস করতেন।
চিকিৎসক ডেইজি শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার কারন ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে বলে পুলিশের বক্তব্য।

এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য এবং জিজ্ঞাসা বাদের জন্য স্বামী আরিফ হোসেনকেও থানায় নিয়ে যায় বলে থানা সূত্রে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ