Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে পাশের জমির মালিকরা ভাঙ্গন আতংকে

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ৭:৩৮ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বালু ব্যাবসায়ীদের অবৈধভাবে বালু উত্তোলনে আতংকে রয়েছেন পাশের জমির মালিকরা। এতে লাভবান হচ্ছেন আসাধু কিছু বালু ব্যাবসায়ীরা আর ভাঙ্গনের কবলে পরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন পাশের জমির মালিকেরা। তারা প্রতিবাদ করে কোন প্রতিকার না পেয়ে অবশেষে ফসলি জমি,বাড়ি ও সরকারি রাস্তা রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের চেপ্টারপাড় গ্রামে। অভিযোগকারী এসআই দিপঙ্কর রায়, অমর চাঁদ মধু,মৃত্যুনজয় বাড়ৈ,সুনিল বাড়ৈ,শংকর বাড়ৈ,বিমল বাগচী, মহানন্দ সাহা, সুব্রত বাড়ৈ বলেন চেপ্টারপাড় গ্রামের আলফ্রেড বিশ্বাসের ছেলে অসিম বিশ্বাস বছরের পর বছর ধরে এলাকাবাসীর জমির পাশ থেকে গভীর ভাবে খনন করে বালু উত্তোলন করে বিভিন্ন লোকের কাছে বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা আয় করে নিচ্ছেন। তার এই বালু উত্তোলনের ফলে আমাদের ফসলি জমি ভাঙ্গনের কবলে পরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি এবং বাড়ি ঘর ও সরকারি রাস্তা নিয়ে ভাঙ্গন আতংকে রয়েছি। তাকে নিষেধ করলে সে আরো উল্টো ভাবে হুমকি ধমকি দিয়ে গায়ের জোরে বালু উত্তোলন করেন। বিষয়টি মৌখিক ভাবে ইউনিয়ন তহশিলদারকে জানালে তারা এসে বালু কাটা বন্ধ করতে বল্লে বন্ধ করেন এবং তারা চলে যাওয়ার পর আবার শুরু করেন। তাই আমরা বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছি। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ