Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যথাযথ ধর্মীয় মর্যাদায় দক্ষিণাঞ্চলে আশুরা পালিত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ৬:৫৪ পিএম

যথাযথ ধর্মীয় মর্যাদায় বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সর্বত্র পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে বরিশালের জামে এবাদুল্লাহ মসজিদ সহ বিভিন্ন মসজিদে ওয়াজ সহ কারবালার শহিদদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আশুরা উপলক্ষে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার জাকেরান ও আশেকানবৃন্দ সোমবার সন্ধ্যা থেকে এ দরবার শরিফে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, মিলাদ, দরুদ শরিফ, খতম শরিফ এবং মোরাকাবা মোশাহেদায় অংশ নেন।

মঙ্গলবার সকালে মিলাদ ও ফাতেহা শরিফ পাঠন্তে বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) সাহেবের রওজা শরিফ জিয়ারতের নিয়তে আখেরী মোনাজাতের মাধ্যমে এ দরবার শরিফের কার্যক্রমের সমাপ্তি ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ