Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে স্বামীর হাতে স্ত্রী খুন,ঘাতক আটক

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ১২:৫৭ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবনদাসকাঠি এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন।
সোমবার (৮ আগস্ট) দিবাগত গভীর রাত আনুমানিক সাড়ে এগারটায় স্এিামী গৃহে এ ঘটনা ঘটে। ‌নিহতের নাম নার্গিস বেগম(৪৫)।তিনি তিন সন্তানের জননী ছিলেন।২ ছেলের একজন অনার্সে পড়েন,অন্য ছেলে চাকুরী করেন,ছোট মেয়ে ক্লাশ সেভেন এ পড়ে।
নিহত নার্গিস ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি আব্দুল করিম হাওলাদারের মেয়েও জীবনদাসকাঠি গ্রামের ঘাতক আঃ আজিজ হাওলাদারের স্ত্রী।
নিহত নার্গিস এর কন্যা ৭ম শ্রেনীর ছাত্রী লামিয়া আক্তার (১৩) ঘটনার রাজস্বাক্ষী জানায়- আজকের সোমবার( দিবাগতগভীররাতে) ঘটনারদিন বসত ঘরের লামিয়া ও তার মা,বাবা সহ তিনজন বাড়িতে ছিলেন,মা ( লামিয়া)আমাকে নিয়ে আমাদের বসতঘরে শয়ন কক্ষে প্রতিদিনের মত ঘুমাতে যায়,বাবা পৃথক ঘুমাতে যায়, হঠাৎ আনুমানিক রাত সাড়ে এগারটায় শব্দ পেয়ে উঠে দেখে বাবা মাকে পিটাচ্ছেন,আমি আব্বাকে ধরতে গেলে আমার হাতের আঙ্গুল ভেঙ্গে যায়, পরে আমার মামা মোঃ রফিকুল ইসলাম মামাকে মোবাইলে ফোন করে বললাম, মামা --আব্বা মাকে পিটাচ্ছে,আপনি তাড়াতাড়ি আসেন, আমি আব্বাকে থামাতে পারছিনা, মাকে আব্বা পিটাচ্ছে,এমন সময় মায়ের মাথায় বাবা আঘাত করলে মা রক্তাক্ত হয়, এবং মা বেহুষ হয়ে মাটিতে পড়ে যায়,বাবা মাথায় মেরে চলে যায়,আমি মাকে পানি খাওয়াতে চেস্টা করলাম কিন্তু পানি খাওয়াতে পারলাম না,এর পরে মামা মোঃ রফিকুল ইসলাম ১২ টার দিকে মুমূর্ষু অবস্থায় মাকে( নার্গিস) উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গেলে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।নিহতের ভাই মোঃ রফিকুল ইসলাম বলেন- আমার বোন নার্গিস, শারিরীক ভাবে দীর্ঘদিন কোমড়ের ব্যাথায় ভুগছিলেন,মেরুদন্ডে সমস্যা,ডাক্তারী পরামর্শে কোমড়ে মাজায় বেল্ট পড়তেন, শারিরীক অসুস্হ ছিলেন,আব্বা বাড়ির পাশেই আমার বোনকে বিবাহ দিয়েছিলেন,প্রায়ই বোনকে মারধর করতেন ঘাতক,একাধিকার মনমালিন্যে বোন এসে আমাদের কাছেই আসত,বোনকে বুঝিয়ে আবার স্বামীর বাড়িতে পাঠিয়ে দিতাম।বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন,পর্দায় থাকতেন,রোজা রাখতেন,তার বড় ছেলে চাকুরী করেন ঢাকায়,মেঝছেলে অনার্সে পড়েন,মেয়ে লামিয়া ক্লাশ সেভেন এ পড়ে।তিনি দুঃখের সাথে বললেন- মা বাবার মনমালিন্যে ভাইগ্না ভাগ্নী ওরা ওদের মাকে হারাল, বাবা থাকতে ও নাই,পুলিশ তাকে আটক করেছে।রাজাপুর থানার ডিউটি অফিসার পলাশ জানায় - নিহত নার্গিসের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে,রাজাপুর থানার অফিসার ইনচার্জ বলেন- রাজাপুর থানায় ৩০২ ধারায় একটি হত্যা মামলা রেকর্ড হয়েছে, মামলা নং ০৫,তারিখ ৯ আগস্ট।এ ঘটনায় রাজাপুর থানা পুলিশ ঘাতক আঃ আজিজ হাং কে আটক করেছে।ঘাতক আজিজ জীবনদাসকাঠি হাচেন আলী হাওলাদারের পুত্র।স্হানীয় ও পুলিশ এর ধারনা স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবৎ মনমালিন্য ছিল।জানাগেছে- আঃ আজিজ রাজধানী ঢাকায় একটি দাড়ওয়ানের চাকুরী করতেন। এ দিকে মামলার তদন্ত কারী অফিসার সন্জিব কুমার পাহলান নিহত নার্গিসের একমাত্র কন্যা লামিয়াকে ১৬৪ ধারায় জবান বন্দী রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে হাজির করবেন।এ ঘটনায় নিহতের পিতার পরিবারও সন্তানরা ঘাতক বাবার সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ