পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশি কর্মীদের প্রথম ফ্লাইট মালয়েশিয়ায় পৌঁছেছে। গতকাল সোমবার রাত ১১টা ৪০ মিনিটে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে ৫৩ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিষয়টি ইনকিলাবকে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহিদুল আলম।
হযরত শাহজালাল (রহ.) বিমান বন্দরে সোমবার রাত ৮টায় এসব কর্মীদের সঙ্গে দেখা করেন বিএমইটি মহাপরিচালক। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ দিন পর মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রথম ফ্লাইট চালু হওয়ায় বিমান বন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের মাঝে ছিল আনন্দের বন্যা।
প্রসঙ্গত, দশ সিন্ডিকেটের অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়া কর্মী নিয়োগ বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২০২১ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার সঙ্গে কর্মী নিয়োগে নতুন সমঝোতা চুক্তি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সেই চুক্তির আওতায় প্রথম কর্মী যাওয়া শুরু হলো দেশটিতে। চুক্তি অনুযায়ী দেশটির নিয়োগকর্তারা বাংলাদেশি কর্মীদের বিমানের টিকিট দেয়ার কথা। সরকার মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে জনপ্রতি ৭৮ হাজার ৯৯৯ টাকা। তবে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মী যাওয়ার সুযোগ পাচ্ছে কি না তা’ সুস্পষ্টভাবে জানা যায়নি।
বিএমইটি সূত্রে জানা যায়, এসব কর্মী যাচ্ছে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মাধ্যমে। গত মাসে মালয়েশিয়ার জিমত জয়া কোম্পানির বিপরীতে ১১০ জন কর্মীর জন্য নিয়োগ অনুমতি চায় কোম্পানিটি। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি দেয় গত ৩ আগস্ট। এই কোম্পানিতে কর্মীরা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যাচ্ছেন। তাদের বেতন ১৫০০ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৩২ হাজার টাকা)। শর্ত অনুযায়ী তাদের চুক্তি ৩ বছরের জন্য। বিমান ভাড়া এক পথ ফ্রি, বাসস্থান ও যাতায়াত ফ্রি, তবে খাবার নিজের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।