বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধে ছোট দুই ভাইকে কুপিয়ে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবি-উজ-জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামির নাম আবুল কালাম। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সমীর দাশ জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ২২ জুলাই রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দিদার মঞ্জিল এলাকার কাজীবাড়িতে আবুল কালাম তার ছোট দুই ভাই আবু সুফিয়ান ও আবু মোরশেদ আজাদকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এই ঘটনার দুই দিন পর পুলিশ আবুল কালামকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ মঙ্গলবার আদালত একমাত্র আসামি বড় ভাই আবুল কালামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।