রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খাগড়াছড়ির রামগড়ে রাবেয়া বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকালে রামগড় উপজেলার ১নং ইউনিয়নে ৯নং ওয়ার্ডের কেয়াংটিলা গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাবেয়া বেগম পাশ্ববর্তী ভূজপুর থানার মতিননগর গ্রামের মো. হানিফ মিয়ার মেয়ে। আট মাস আগে বিয়ে হয় রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের কেয়াংটিলা গ্রামের আবুল খায়ের ছোট ছেলে মহি উদ্দিনের সঙ্গে।
তার স্বামীর দাবি, রাতের কোন এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তার স্ত্রী।
তিনি কাজের কারণে ছাগলনাইয়া ছিলেন। তবে তার স্ত্রী প্রচন্ড রাগী বলে তিনি জানান।
রোকেয়ার পিতা মো. হানিফ জানান, খবর পেয়ে ছুটে এসেছেন। মেয়েও আগে কিছু জানায়নি। সব পরিবারে টুকটাক ঝামেলা থাকেই, তবে এটা কি হত্যা না আত্মহত্যা তিনি মন্তব্য করতে রাজি নন।
রামগড় থানার এএসআই তারেক বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।