Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে সরকার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রতিবাদ : ৯ আগস্ট সারাদেশে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি করে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের কথা বললেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। তাহলে ৫০% দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার স্বার্থে? অবিলম্বে তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন ইসলামী দলের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। ৯ আগস্ট সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই দাবিতে আ জবাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল বের করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে ভোটারবিহীন সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকার নয় বলে জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। এজন্য স্বেচ্ছাচারি কায়দায় মধ্যরাতে দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি করে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের কথা বললেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। তাহলে ৫০% দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার স্বার্থে? বিপিসি টানা ৭ বছরে ৪৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে। এই ৪৩ হাজার কোটি টাকা কোথায়? এর হিসেব জনগণের কাছে দিতে হবে। প্রধান অতিথি জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আগামী ৯ আগস্ট মঙ্গলবার সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন।

গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব চত্বরে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপাক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, নূরুল করীম আকরাম, আলহাজ আনোয়ার হোসেন, দক্ষিণ জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, মুহাম্মদ ইলিয়াস হাসান, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম।

মুফতী ফয়জুল করীম ভোলায় প্রতিবাদ মিছিলে পুলিশ কোন যুক্তিতে গুলি চালিয়ে ২জনকে হত্যা করেছে, এর জবাব দিতে হবে। তিনি বলেন, বার বার তেলের দাম বৃদ্ধি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, কৃষিপণ্যের দাম বৃদ্ধি করলেও জনগণের সামর্থ বৃদ্ধি করা হয়নি। এভাবে তেলের দামবৃদ্ধির ফলে কৃষকের পেটে লাথি মারা হচ্ছে। তিনি বলেন, সরকার জনগণের সেবার মানসিকতা বাদ দিয়ে সর্বক্ষেত্রে ব্যবসায়ি মানসিকতার পরিচয় দিচ্ছে। সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব থেকে কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর রোডে গিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

খেলাফত মজরিস : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় সরকার অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে নতুন করে ডিজেল, পেট্্েরাল, অক্টেনের দাম বাড়ানো হয়েছে লিটার প্রতি ৩৪ থেকে ৪৬ টাকা। অবিলম্বে জ্বালানি তেলে বর্ধিত মূল্য প্রত্যাহার করেত হবে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ডাঃ রিফাত মালিকের সভাপতিত্বে ও দক্ষিণের সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মো. আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক, ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আজীজুল হক।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল পল্টন মোড়, বিজয়নগর সড়ক ঘুরে বিজয়নগর পানির ট্যাকিংর সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট : বাংলাদশে ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগররে উদ্যোগে জ্বালানি তেলের অসম মূল্যবৃদ্ধরি প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে অ্যাডভোকটে হেলাল উদ্দীনরে সভাপতিত্বে ও মুহাম্মদ আবদুল হাকিমের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদশে ইসলামী ফ্রন্টরে সাংগঠনকি সচবি সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী বলনে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের হঠকারি সদ্ধান্ত। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখন,বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, মুফতি মাওলানা মুহিউদ্দীন হামিদী, যুবনতো আবু নাসরে মুহাম্মদ মুসা, অ্যাডভোকটে আবুল কালাম আজাদ, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মোহাম্মদ কবির, হাফজে মুহাম্মদ জাহিদুর রহমান। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

জাতীয়তবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম ) : জাতীয়তবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী অবস্থান এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভাপতির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, মধ্যরাতে এক কাগুজে বিবৃতি প্রদানের মাধ্যমে প্রাথমিক জ্বালানির মত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মুল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে জনগণের সাথে আরেকদফা প্রতারণা করলো আওয়ামী লীগ সরকার গ্যাস, বিদ্যুৎ, পানি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বা মূল্য সমন্বয় করতে স্বার্থসংশ্লিষ্ট সবার মতামত প্রয়োজন আমরা মনে করি, গণশুনানি ছাড়া দাম বৃদ্ধি মানেই লুটপাটের মহোৎসব।তিনি অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, নুরুজ্জামান হীরা ও জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুর রহমান হেলাল বলেছেন, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে। এতে দেশের মানুষ বিক্ষুব্ধ। মানুষ রাজ পথে নামলে ক্ষমতা টিকাতে পারবেন না। সাধারণ মানুষের কথা ভেবে জ্বালানি তেলের বৃদ্ধিকৃত দাম বাতিল করুন। তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। গতকাল বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বাইতুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা মুর্শিদুল আলম, মাওলানা জাকির হুসাইন, মোল্লা খালেদ সাইফুল্লাহ। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জ্বালানি তেলের দাম

১ সেপ্টেম্বর, ২০২২
৩০ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ