বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় এক যুবককে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সাজা প্রদান করেছে আদালত। গতকাল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। আদালত সূত্রে জানা যায়, জুয়েল হত্যাসহ ১৫টি মামলার আসামি। মামলার গ্রেফতারী পরোয়ানা থাকায় সে পলাতক ছিল। চলতি বছরের ১১ জুন তাকে কুমিল্লার কান্দিরপাড় থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর র্যাব তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় অভিযান চালায়। এসময় জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার এবং ৬০০পিস ইয়াবা উদ্ধার করে।
এই ঘটনায় র্যাবের এসআই আব্দুল মান্নান বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।