রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আরিচা সংবাদদাতা : শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামের মাসুম আলীর বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী গৃহকর্ত্রী জবেদা বেগম জানান, তার নাতীকে প্রসাব করানোর জন্য ঘরের দরজা খুললে ওঁৎ পেতে থাকা ৫ জনের একটি ডাকাত দল ধারালো দেশীয় অস্ত্র হাতে ঘরে প্রবেশ করে। এসময় তার ছেলে পলাশকে পিটমোড়া করে দু’হাত বেঁধে ফেলে পলাশের স্ত্রী ঝর্ণার গলায় চাপাতি ধরে, তাকে (জবেদা বেগমকে) রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। জবেদার স্বামী মাসুম আলীকে অস্ত্রের মুখে ঘরের ভেতরেই বসিয়ে রাখে। এরপর ডাকাতরা সবাইকে জিম্মি করে জোরপূর্বক চাবি ছিনিয়ে নিয়ে আলমারি থেকে নগদ ৩০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ, ৮ ভরি রুপার গয়না ও কাপড়চোপড়সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের লোকজন মুখেঁশ পরা না থাকলেও কাউকে চেনা সম্ভব হয়নি বলে জানান জবেদা বেগম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।