রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে সতীরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় যাতায়াতের পথে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। ভয়ে এখন ওই শিক্ষার্থী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই স্কুলছাত্রীর বাবা মো. দুলু মিয়া। অভিযুক্ত ২ ছেলে হচ্ছে, উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে নুর আলম (১৭) ও খোকা মিয়ার ছেলে শাকিল মিয়া (১৬)। গত শনিবার সকাল ১১টার দিকে মোবাইল ফোনে কথা হয় ইউএনও মোহাম্মদ-আল-মারুফের সাথে। তিনি বলেন, ‘চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্তের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগসহ বিভিন্ন তথ্যে জানা যায়, ওই স্কুলছাত্রী স্কুলে যাবার পথে বখাটে ছেলে দু’টি প্রায়ই তাদের হাত ধরে টানাহেঁচড়াসহ উত্ত্যক্ত করেন। সে কারণে মেয়েটি এখন আর স্কুলে যাচ্ছে না। অনিশ্চত হয়েছে তার লেখাপড়া। বিষয়টি নুর আলম ও শাকিলের অবিভাবকদের অবহিত করান মেয়ের বাবা। এতে নিজ সন্তানদের শাসন না করে দেখে নেয়ার হুমকি দেন দুলু মিয়াকে। এছাড়াও ওই ছাত্রীর বাবা-মা স্থানীয় ইউপি সদস্য প্রমোদ চন্দ্রের কাছে বিচার চান। এতে ওই ইউপি সদস্য ২০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। পরে কোন উপায়ন্তর না পেয়ে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর বাবা দুলু মিয়া। অভিযোগ দায়েরের পর অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে দুই বখাটের অবিভাবকরা। এ বিষয়ে কথা হয় ইউপি সদস্য প্রমোদ চন্দ্রের সাথে। তিনি টাকা দাবি করার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার কাছে বিচার চাইতে এসেছিলেন। সব শুনে আমার মনে হয়েছে ঘটনাটি সত্য নয়। তবে রাজ্জাক ও খোকার সাথে দুলু মিয়ার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।