রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর কিশোরগঞ্জে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে তিন সন্তানের জনকের বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার থানায় একটি মামলা দায়ের করেছে শিশুটির পরিবার।
মামলার এজাহার থেকে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি বিকেলে বাড়ির কানাচে খেলছিল। এ সময় খামার গাড়াগ্রাম জুম্মাপাড়ার লোকমান আলীর ছেলে তিন সন্তানের জনক জোনাব আলী (৪০) মেয়েটিকে চকলেট খাওয়ানোর কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে মেয়েটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকার শুনে এলাকার দু’মহিলা এগিয়ে এলে ধর্ষক জোনাব আলী পালিয়ে যান। পরে মেয়েটির বাবা-মা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ ধর্ষণের আলামত সংগ্রহের জন্য শিশুটিকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করে।
মেয়েটির বাবা মাজু মিয়া বলেন, ২ মাস আগে জোনাব আলী তার এক ছেলেকে এলাকার একটি মাদরসায় ভর্তি করান। তিনি বিভিন্ন দোকান ও বাড়িতে বসে সময় কাটাতেন। আমার মেয়ের সাথে ধর্ষক এরকম ঘটনা ঘটাবেন তা আমার কল্পনাতেও ছিল না।
কিশোরগঞ্জ থানার ওসি রাজিব কুমার রায় জানান, এ ঘটনায় শিশুটির মা মারুফা ধর্ষক জোনাব আলীকে আসামি করে মামলা করেছে। পুলিশ আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।