রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের জন্য ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষা।
সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট হতে ঢাকা-খুলনা মহাসড়কটি পুরো যানবাহন শূন্য। এদিকে আবার হঠাৎ করে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন মালিকেরা তাদের বেশির ভাগ যানবাহন বন্ধ রেখেছেন। তাদের ভাড়া নির্ধারণ করা না পর্যন্ত তারা মহাসড়কে পরিবহন বেড় করছেন না যার ফলে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে খুব কম যানবাহন পারাপার হচ্ছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়াতে স্রোত বেড়ে গেছে তাতে ফেরি চলাচলে সময় লাগছে অনেক বেশি।
ঘাটের মাছ ব্যবসায়ী ছালাম বলেন, ফেরি ঘাটে দেড় দুই ঘণ্টা অপেক্ষা করে গাড়ি নিয়ে ছেড়ে যেতে হচ্ছে। কারণ তেলের দাম বেড়ে যাওয়ায় গাড়ি কম চলাচল করছে। এতে করে গাড়ির জন্য ফেরিকে ঘাটে দেড় দুই ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে।
বিআইডাব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ম্যানেজার মো. খোরশেদ আলম বলেন, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত দেখা দেওয়ায় ফেরি চলাচলে কিছুটা সময় বেশি লাগছে। তারপর ঘাটে গাড়ি কম থাকায় ঘাটে ফেরিকে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। এই নৌরুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচল করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।