Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০৭ এএম

যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছে। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। গত শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় চম্পা রানী (৪৫) নামের ওই নারী গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
নিহত ওই নারী চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের শ্রী সুবল চন্দ্র বিশ্বাসের স্ত্রী।
জানা যায়, তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জননী চম্পা রানী। তার একমাত্র ছেলে মারা গেলে সে মানুষিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। কিছু দিন ধরে সে শারীরিকভাবে খুবই অসুস্থ ছিল। রাতে তার স্বামী বাথ রুমের জন্য ঘরের বাইরে গেলে সেই সুযোগে চম্পা রানী ঘরের মধ্যে আড়ারার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের মেয়ে জানান, গত শনিবার মা এক আত্মীয় মারা গেলে দেখতে যায়। ফিরে এসে বেশি শোকাকাতর হয় পড়ে। এদিকে ছেলে মারা যাওয়া শোক আর আত্মীয়র শোক সহ্য করতে না পেরে মা আত্মহত্যা করেছে বলে মনে হয়।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ