রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে পাঠদান। পাঠ্যক্রম চলাকালীন সময়ে বিদ্যালয়ে বসেই দেখা যায় খোলা আকাশ। বিদ্যালয়ের মূল ভবনটির চতুর্দিকে বিল্ডিং আর উপরে টিনের ছাউনি। ভবনের ৩টি কক্ষের প্রত্যেকটি কক্ষের উপরের টিনের ছাউনি নেই বললেই চলে। সামনের বারান্দার টিনের ছাউনি ভেঙে এখন শুধু কাঠ দেখা যায়। বিদ্যালয়টির অপর ভবনটিতে পাঠযোগ্য মাত্র ২টি কক্ষ। যার কারণে তিন বছর পূর্বে বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করা হলেও শিক্ষকরা বাধ্য হয়েই প্রথম ও চতুর্থ শ্রেণীর ক্লাস ঝুঁকি নিয়েই পরিত্যক্ত ভবনটিতে সম্পন্ন করছেন। শিক্ষার্থীরা জানান, বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ আসলেই তারা পাশের ভবনের বারান্দায় কিংবা শিক্ষকম-লীদের কক্ষের মেঝেতে বসে ক্লাস করেন। অনেক সময় প্রবল বৃষ্টিপাতের ফলে শিক্ষার্থীদের ছুটি দিতে বাধ্য হন শিক্ষকরা। শিক্ষার্থীরা আরো জানায়, মাঝেমধ্যে উপরের থেকে টিন কিংবা কাঠের টুকরো শিক্ষার্থীদের উপর পড়ারও ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ২৮৮ জন শিক্ষার্থীর প্রশ্ন আর কত বছর পার হলে নতুন ভবন নির্মাণ হবে? বাহেরগড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজমেরী খানম জানান, শ্রেণীকক্ষ সংকটের কারণে বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত পুরাতন ভবনটিতে পাঠদান করাতে হচ্ছে। তিন বছর পূর্বে পরিত্যক্ত ঘোষণা করার পর ইতোপূর্বে বেশ কয়েকবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ভবনে নির্মাণের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।