বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের ওসমানীনগরে বদ্ধ ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া সামিরা ইসলাম মারা গেছেন। ১১ দিন সংজ্ঞাহীন থাকার পর শুক্রবার গভীর রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে প্রবাসী পরিবারটির পাঁচ সদস্যের মধ্যে তিনজনেরই মৃত্যু হল।
গত মঙ্গলবার সন্দেহভাজন কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তার বাবা রফিকুল ইসলাম (৫১) এবং ১৬ বছর বয়সী ভাই মাহিকুল মারা যান। যুক্তরাজ্যের কার্ডিফ থেকে আসা পরিবারটি দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন এবং সিলেট শহরে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন। সামিরার চাচা শাবুল মিয়া বলেছেন, পরিবারের তিন সদস্যের মৃত্যু ‘অবর্ণনীয়ভাবে দুঃখজনক’। ‘প্রথমে বাবা-ছেলে মারা গেল, তারপর আজ মেয়েও মারা গেল। আমি তাদের জন্য জান্নাত মঞ্জুর করার প্রার্থনা করি।’
শনিবার বিকেলে বাবা-ভাইয়ের কবরের পাশে সামিরাকে দাফন করা হয়েছে। গত বুধবার দুপুরে ৯ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন সামিরার মা হোসনে আরা বেগম (৪৫) ও ছেলে সাদিকুল ইসলাম (২৫)। তারা পুলিশকে বলেছেন যে, তারা যেখানে ছিলেন সেখানে একটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক জেনারেটর ছিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে ঘটনার দিন রাতে জরুরি অবস্থায় সেটি ব্যবহার করা হয়েছে বলে জানান তারা। একাটানা দীর্ঘক্ষণ চলার কারণে জেনারেটর থেকে নির্গত বিষাক্ত গ্যাসে ঘর ভরে যায়। যার ফলে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। সুপারিনটেনডেন্ট ফরিদ উদ্দিনের মতে, পুলিশ যখন বাড়িটি পরিদর্শন করে, তখন জেনারেটর থেকে ধোঁয়া বের হচ্ছিল। নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে বিশ্লেষণের জন্য।
যুক্তরাজ্যপ্রবাসী পরিবারটি গত ১২ জুলাই দেশে আসে। ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই তারা সিলেটের ওসমানীনগরের তাজপুরে ভাড়া বাসায় ওঠেন। সেখানে শ্বশুর-শাশুড়ি, শ্যালক ও শ্যালকের স্ত্রী ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।